প্রিয় ফরিদপুর.কম

ফরিদপুর জেলার উপজেলাসমূহ >> আলফাডাঙ্গা উপজেলা

আলফাডাঙ্গা উপজেলা উপজেলা

আলফাডাঙ্গা উপজেলা

  • প্রতিষ্ঠা সালঃ ১৯৮৪ সাল
  • আয়তনঃ ১৩৬ বর্গকিলোমিটার

বঙ্গদেশে লুই বারো নামে একজন ফরাসী প্রথম আধুনিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু করেন। ইংরেজদের মধ্যে কারোল ব্ল ১৭৭৮ খ্রিষ্টাব্দে কোম্পানীর সরকার কর্তৃক সাধারণভাবে প্রত্যেক ইউরোপীয়কেই বঙ্গ ও বিহারে নীল চাষের অধিকার দেয়া হয়। বঙ্গের নীলচাষের সূত্র পাতের সঙ্গে সঙ্গে নীল চাষীদের উপর নীলকরদের উপর নীল করদের অত্যাচার শুর হয়।

১৮৩৩ খ্রিষ্টাব্দে ইউরোপীয়রা বঙ্গদেশের জমি কিনে জমিদার রুপে বসবাস করার অধিকার অর্জন করে। ফরিদপুরের গড়াই, মধুমতি বারাসিয়া, চন্দনা ও কুমার প্রভৃতি নদ নদীর তীরবর্তী জমিতে নীলচাষ শুরু হয়। ইংরেজ নীলকুঠি সাহেব ও অনেক স্থানীয় জমিদার জেলার নানা স্থানে উৎসাহের সাথে বহু নীলকুঠি স্থাপন করেন। এসব নীলকররা ছিলেন কান্ডজ্ঞানহীন এবং অত্যাচারী

১৮৬০ খ্রিষ্টাব্দে নীল কুঠিয়ালদের অত্যাচার চরমে পৌছে। নীলকরদের মধ্যে স্যার জেমস ওয়ারলিপ নামক এক ব্যক্তি ফরিদপুর জেলার আলফাডাঙ্গার মীরগঞ্জ গ্রামের নীলকুঠি স্থাপন করেন। এজেলার ৫২ টি নীলকুঠি এর অন্তর্ভুক্ত ছিল। প্রধান ম্যানেজার ছিলেন ডানলফ সাহেব। তিনি ১৮১২ থেকে ১৮৪৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এখানে তিনি ছিলেন অত্যাচারী মানবতা বোধহীন ব্যক্তি।

১৮৫৯ থেকে ১৮৬০ খ্রিষ্টাব্দে নীলচাষীরা ইংরেজ লাঠিয়াল নীলকর জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ফরিদপুরের বহু স্থানে নীলকুঠি আক্রমন করা হয়। আলফাডাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী কাশিয়ানি উপজেলার পাথরঘাটায় মহিমচন্দ্র রায়ের নেতৃত্বে লোহাগড়ার মকিমপুরের নীলকুঠিতে নীলচাষীরা আক্রমন করে। এ দাঙ্গায় তিনজন নীলচাষী গুলিবৃদ্ধ হয়ে নিহত হন। মহিমচন্দ্র ও তার সঙ্গীদের কারাদন্ড হয়। নীলচাষীদের সংঘবদ্ধ প্রতিরোধের কারণে সরকার শেষ পর্যন্ত নীল কমিশন করতে বাধ্য হয়।

আলফাডাঙ্গা উপজেলার উত্তর পূর্বে বোয়ালমারী উপজেলা, দক্ষিনে কাশিয়ানী উপজেলা, পশ্চিমে মোহাম্মদপুর  ও লোহাগাড়া উপজেলা।

পৌরসভা  ১ টি
ইউনিয়ন  ৬ টি
প্রধান নদ-নদী মধুমতি, বারাশিয়া
ঐতিহাসিক স্থাপনাসমূহ  
পার্ক ও দর্শনীয় স্থানসমূহ  
স্মরনীয় ব্যক্তিবর্গ  
ট্রেন/পরিবহন বাস/ভ্রমন গাড়ী/অ্যাম্বুলেন্স  
রেস্টহাউজ/ডাকবাংলো/আবাসিক হোটেল  
হোটেল/রেস্তেরো/মিষ্টান্ন/খাদ্য সরবরাহকারী  
হাসপাতাল/ডাক্তার/ক্লিনিক/ডায়গনস্টিক  
ঔষুধ/ফার্মেসী  
সাধারণ পাঠাগার/গণগ্রন্থাগার  
বইয়ের লাইব্রেরী/বই ক্রয়-বিক্রয়  
সরকারী/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান  
সরকারী/বেসরকারি অফিস/এনজিও  
হাট-বাজার/মার্কেট/শপিং মল/শো-রুম  
ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান/দোকান  
স্থানীয় মিডিয়া/পত্রিকা/সাংবাদিক  
আইনি পরামর্শ/অ্যাডভোকেট/ ল-চেম্বার  
মোবাইল/ইলেকট্রনিক্স/হোন্ডা/গাড়ী সার্ভিসিং সেন্টার  
কাঠ/রাজ/রং মিস্ত্রী/ইলেকট্রিশিয়ান  
ডেকোরেটর/ইভেন্ট ম্যানেজমেন্ট  

Last updated at 9 months ago

© www.priofaridpur.com

Our Facebook Group

Email:-priofaridpur@gmail.com

This Application Developed by Visual Art