প্রিয় ফরিদপুর.কম

আমাদের ওয়েব সাইট সম্পর্কে বিস্তারিত

ফরিদপুর জেলার তরুন উদ্যোক্তা মো: খায়রুল ইসলাম মারুফের প্রচেষ্টায় এই ওয়েবসাইটটি তৈরি হয় । মূলত ২০১২ সালে এরকম একটি ওয়েবসাইট তৈরির স্বপ্ন দেখা হয়। তারপর শুরু হয় স্বপ্নের পথচলা । কিভাবে এটিকে বাস্তবে রুপ দেওয়া যায় সেটা নিয়ে চলতে থাকে পরিকল্পনা । পথটা অনেক কঠিন । তবুুও পথচলা শুরু করা হলো ২০১৩ সালে। ছোট শিশুর মতো করে পথচলা শুরু -ওয়েবসাইট তৈরির কার্যক্রম শুরু করার মাধ্যমে। তারপর অনেক হোচট খাওয়া, পারব কি পারব না এমন অস্থিরতা এরপর চড়াই-উতরাই আর বন্ধুর পথ পাড়ি দেওয়া। স্বপ্ন আর লক্ষ্যে পৌছানোর তীব্র বাসনা আর চেষ্টায় ২০১৮ সালে এর ভিত্তিমূলক কাজ শেষ হয় এবং অনলাইনে এর ২য় সংস্করণ চালু করা হয় পরীক্ষামূলকভাবে। আমাদের প্রিয় ফরিদপুর জেলার প্রয়োজনীয় তথ্য মানুষের কাছে সহজে পৌছানোর জন্যই মূলত এটি একটি সেবামূলক কার্যক্রম। এই জেলার মানুষ যাতে তাদের প্রয়োজনীয় তথ্য সহজেই খুজে পায় এজন্য সবরকম চেষ্টা এখানে করা হয়েছে। এই ওয়েব সাইটটি তৈরি করতে অনেক প্রতিকূলতা এবং প্রতিবন্দকতার মুখে পড়তে হয়েছে । মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে এটি তৈরির কাজ প্রাথমিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই ওয়েবসাইটি তৈরিতে যারা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে মো: নকিবুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো: মুরছালিন, কবি মনোয়ার আবির, আব্দুর রাজ্জাক, মো: সাব্বির হোসেন, মো: ফারুক হোসেন, মো: সোহেল রানা, সুমি ইসলাম, নাসরিন সোহেলী উল্লেখযোগ্য। এছাড়াও যেসব প্রতিষ্ঠান তাদের তথ্য দিয়ে আমাদের ওয়েবসাইটটি সমৃদ্ধ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটে কিছু ভুলক্রটি থেকে যাওয়া অস্বাভাবিক নয়। ফরিদপুর জেলার পূর্ণাঙ্গ তথ্য সন্নিবেশ করে এটির তৃতীয় সংস্করণের কাজ চলমান রয়েছে। তাই এই ওয়েবসাইটের কোন তথ্য সংশোধন ও এই ওয়েব সাইট সম্পর্কিত যে কোন মতামত বা পরামর্শের জন্য নিচের কমেন্ট বক্সের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করছি। 

www.priofaridpur.com


Thursday, 21st November 2024

© www.priofaridpur.com

Our Facebook Group

Email:-priofaridpur@gmail.com

This Application Developed by Visual Art