প্রিয় ফরিদপুর.কম

ফরিদপুর জেলার উপজেলাসমূহ >> বোয়ালমারী উপজেলা

বোয়ালমারী উপজেলা উপজেলা

বোয়ালমারী উপজেলা

  • প্রতিষ্ঠা সালঃ ১৯৮৩ সাল
  • আয়তনঃ ২৭২.৩৫ বর্গ কিলোমিটার

 বোয়ালমারী উপজেলার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানের নাম সাতৈর। ৭ শত বছর পূর্বে এই সাতৈর অঞ্চলে বহু আউলিয়া দরবেশের বসবাস ছিল। সাতৈর নামকরনের মধ্যে এর একটি স্বচ্ছ ইঙ্গিত পাওয়া পাওয়া যায়। শাহ-হে-তুর একটি ফারসি শব্দ। এর অর্থ গুলির পাহাড়। এ শাহ-হে-তুর শব্দটির তুর কালক্রমে লোকমুখে প্রচলিত হতে হতে সাতৈর নামে পরিবর্তন হয়েছে। এখানে নির্মিত হয়েছে ঐতিহাসিক একটি মসজিদ এবং আশে পাশে ১২ জন আউলিয়া দরবেশের মাজারও রয়েছে। এঁরা হলেন- হযরত শাহ কলিমুল্লাহ, হযরত শাহ লালা, হযরত শাহ সুফি শাহ আলী ছওরী, হযরত শাহ সুফি হাক্কানী, হযরত শাহ জালাল বাগদাদী, হযরত শাহে জায়েদ বাগদাদী, হযরত শাহ ময়েজ উদ্দিন তেগ বোরহান ইয়ামেনী, হযরত শাহ বোখারী বাগদাদী (রঃ) হযরত শাহ বুটটি বাগদাদী। সম্ভবত ঐতিহাসিক সাতৈর মসজিদটি ঐ সময় নির্মিত হয়।

 

বোয়ালমারী উপজেলার উত্তরে মধুখালী উপজেলা, দক্ষিণে আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলা, পূর্বে নগরকান্দা ও ফরিদপুর সদর উপজেলা, পশ্চিমে মাগুরার মোহাম্মাদপুর ও আলফাডাঙ্গা উপজেলা।

বোয়ালমারী উপজেলায় ১ টি পৌরসভা এবং ১০ টি ইউনিয়ন রয়েছে।

এ উপজেলার প্রধান নদী মধুমতি । এছাড়া কাগদী বিল নামে একটি বিল রয়েছে।

বোয়ালমারী উপজেলায় সরকারি প্রাথমকি বিদ্যালয় রয়েছে ১০৯ টি।

পৌরসভা  ১ টি
ইউনিয়ন  ১০ টি
প্রধান নদ-নদী মধুমতি, কাগদী বিল
ঐতিহাসিক স্থাপনাসমূহ  
পার্ক ও দর্শনীয় স্থানসমূহ  
স্মরনীয় ব্যক্তিবর্গ  
ট্রেন/পরিবহন বাস/ভ্রমন গাড়ী/অ্যাম্বুলেন্স  
রেস্টহাউজ/ডাকবাংলো/আবাসিক হোটেল  
হোটেল/রেস্তেরো/মিষ্টান্ন/খাদ্য সরবরাহকারী  
হাসপাতাল/ডাক্তার/ক্লিনিক/ডায়গনস্টিক  
ঔষুধ/ফার্মেসী  
সাধারণ পাঠাগার/গণগ্রন্থাগার  
বইয়ের লাইব্রেরী/বই ক্রয়-বিক্রয়  
সরকারী/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান  
সরকারী/বেসরকারি অফিস/এনজিও  
হাট-বাজার/মার্কেট/শপিং মল/শো-রুম  
ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান/দোকান  
স্থানীয় মিডিয়া/পত্রিকা/সাংবাদিক  
আইনি পরামর্শ/অ্যাডভোকেট/ ল-চেম্বার  
মোবাইল/ইলেকট্রনিক্স/হোন্ডা/গাড়ী সার্ভিসিং সেন্টার  
কাঠ/রাজ/রং মিস্ত্রী/ইলেকট্রিশিয়ান  
ডেকোরেটর/ইভেন্ট ম্যানেজমেন্ট  

Last updated at 6 months ago

© www.priofaridpur.com

Our Facebook Group

Email:-priofaridpur@gmail.com

This Application Developed by Visual Art