প্রিয় ফরিদপুর.কম

ফরিদপুর জেলার সাহিত্য সংস্কৃতি

সৃষ্টির পর থেকেই পৃথিবীর সব মানব গোষ্ঠিই তাদের নিজ নিজ কামনা-বাসনা, চাওয়া-পাওয়া, ব্যথা-বেদনা, সুখ-দুঃখ, আনন্দ-বিরহ প্রকাশ করে আসছে। ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর আচার আচরণ ভাব এবং কর্ম ভিন্ন ভিন্ন মাত্রায় এবং ভাষায় প্রকাশ করাই হচ্ছে তাদের সংস্কৃতি। যে জাতির ভাষা, সাহিত্য-সংস্কৃতি যত সমৃদ্ধ সে জাতি তত সমৃদ্ধ। আমরা বাঙালী হিসাবে আমাদের অতীত সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। লোক সংস্কৃতি বাংলা সাহিত্যের একটি বিশাল ভান্ডার। ফরিদপুর একটি সুপ্রাচীন জনপদ। ফরিদপুরের নিজস্ব সংস্কৃতিও এক্ষেত্রে উল্লেখ করার মত। লোকগীতি, লোকসংগীতি, পল্লীগীতি, বাউল গানের বিখ্যাত মরমী লোক কবি ও চারণ কবিদের লালন ক্ষেত্র এ ফরিদপুরে। এ জেলার অনুকুল আবহাওয়া ও পরিবেশ এদের লালন করেছে আর যুগে যুগে উপাদান ও উপকরণ সরবরাহ করে মরমী ও লোক কবিদের সাধনা ক্ষেত্রে অনুপ্রেরনা যুগিয়েছে। পল্লী কবি জসীমউদ্দিন, তাইজদ্দিন ফকির, দেওয়ান মোহন, দরবেশ কেতাবদি শাহ, ফকির তীনু শাহ, আজিম শাহ, হাজেরা বিবি, বয়াতি আসাদুজ্জামান, আবদুর রহমান চিশতী, আঃ জালাল বয়াতি, ফকির আব্দুল মজিদ প্রমুখের নাম উল্লেখযোগ্য। বাংলাদেশের সংস্কৃতাঙ্গনে ফরিদপুরের লোকগানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এর প্রমাণ পাওয়া যায় মুহম্মদ মুনসুর উদ্দিনের ‘হারামনি’, বাংলা একাডেমী থেকে প্রকাশিত লোক সাহিত্য ও ফোকল্যের সংকলন সমূহ, আশুতোষ ভট্টাচার্যের বাংলার লোক সাহিত্য, উপেন্দ্রনাথ ভট্রাচার্যের বাংলার বাউল ও বাউল গান, ডঃ আশরাফ সিদ্দিকীর লোক সাহিত্য, জসীম উদদীনের জারীগান ও মুর্শিদী গান প্রভৃতি লোক গবেষনামূলক গ্রন্থে। ফরিদপুরে যে সব কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীগণ তাদের সৃষ্টিকর্ম দ্বারা ফরিদপুরের সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে পল্লী কবি জসীম উদদীন, ঔপন্যাসিক রাজিয়া মজিদ , হাজেরা বিবি , আ ন ম বজলুর রশীদ , নাট্যকার নুরুল মোমেন , হুমায়ুন কবির , প্রেমাঙ্কুর আতর্থী , সুফী মোতাহার হোসেন , চারুচন্দ্র চক্রবর্তী , নরেন্দ্র নাথ মিত্র , হালিম বয়াতী, মৃনাল সেন, শিল্পী আসাফ উদ্দৌলাহ, মুন্সী মহিউদ্দিন , আ ন আবদুস সোবহান , ফকির আলমগীর , চিত্রশিল্পী কালিদাস কর্মকার বিশেষভাবে উল্লেখযোগ্য।

www.priofaridpur.com


Monday, 6th May 2024

© www.priofaridpur.com

Our Facebook Group

Email:-priofaridpur@gmail.com

This Application Developed by Visual Art