ফরিদপুর জেলার স্মরণীয় ব্যক্তিবর্গ >> এ কে আজাদ
এ কে আজাদ
- জন্ম সালঃ ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর
- জন্ম স্থানঃ ফরিদপুর শহরের ঝিলটুলিতে
- মৃত্যু সালঃ
এ কে আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্স ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি ব্যবসায় নেমে পড়েন। হামীম গ্রুপ তৈরি করতে তাকে অনেক ত্যাগ এবং সংগ্রাম করতে হয়েছে। তিলে তিলে তিনি হামীম গ্রুপকে করে তোলেন একটি আন্তর্জাতিক মানের ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে। বর্তমানে এটি বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা অবদান রেখে চলেছে। একে আজাদ দৈনিক সমকাল পত্রিকা চালু করেছেন।
Last updated at 1 second ago
www.priofaridpur.com
Tuesday, 31st December 2024