ফরিদপুর জেলার স্মরণীয় ব্যক্তিবর্গ >> মুসা বিন শমসের

মুসা বিন শমসের
- জন্ম সালঃ ১৯৫০ সালে
- জন্ম স্থানঃ ফরিদপুর শহরে
- মৃত্যু সালঃ
মুসা বিন শমসের ফরিদপুরে শহরে জন্ম গ্রহন করেছেন। গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহন করেন। তিনি হলেন বাংলাদেশের একজন অন্যতম ধনকুবের। তিনি ঢাকায় জনশক্তি রপ্তানীর ব্যবসা এবং আন্তর্জাতিক অস্ত্রের ব্যবসার মাধ্যমে প্রচুর ধনসম্পত্তির মালিক হয়েছেন বলে জানা যায়। তিনি এতই বিলাসী এবং রাজকীয় জীবন যাপন করেন যা অনেকের কাছেই একটা রহস্য। তার জীবন যাপনের ধরন রুপকথার গল্পকেও নাকি হার মানায়। কারন তিনি অঢেল প্রাচুর্য্য আর ধন সম্পত্তির মালিক। তিনি বাংলাদেশের অন্যতম জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান ড্যাটকো এর চেয়ারম্যান।
Last updated at 1 second ago
www.priofaridpur.com
Monday, 19th May 2025