প্রিয় ফরিদপুর.কম

ফরিদপুর জেলার স্মরণীয় ব্যক্তিবর্গ >> চৌধুরী কামাল ইবনে ইউসুফ

...

চৌধুরী কামাল ইবনে ইউসুফ

  • জন্ম সালঃ ১৯৪০ সালে
  • জন্ম স্থানঃ ফরিদপুর শহরের কমলাপুরে
  • মৃত্যু সালঃ ৯ ডিসেম্বর ২০২০ সাল

চৌধুরী কামাল ইবনে ইউসুফ হলেন ফরিদপুরের বিখ্যাত জমিদার পবিবারের সন্তান। তার পিতা ছিলেন উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া। ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ওলেভেল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় খেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ পাশ করেন। ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন এবং ঐ বছরই বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালে বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসাবে নিযুক্ত হন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ , মেডিকেল কলেজ হাসপাতাল, পরমানু চিকিৎসা কেন্দ্র, ডায়াবেটিক হাসপাতাল,ফরিদপুর মহাবিদ্যালয়, নদী গবেষনা ইনস্টিটিউট সহ বহু স্কুল কলেজ, মাদ্রাসা ব্রীজ কালর্ভাট ইত্যাদি উন্নয়ন করেন। 

Last updated at 1 second ago


www.priofaridpur.com


Wednesday, 22nd January 2025

© www.priofaridpur.com

Our Facebook Group

Email:-priofaridpur@gmail.com

This Application Developed by Visual Art