ফরিদপুর জেলার স্মরণীয় ব্যক্তিবর্গ >> ডাঃ আবদুস সালাম চৌধুরী
ডাঃ আবদুস সালাম চৌধুরী
- জন্ম সালঃ ১৯১৩ সালে
- জন্ম স্থানঃ নগরকান্দা উপজেলার ফুলসূতী গ্রামে
- মৃত্যু সালঃ ৫ জানুয়ারি ২০০৫ সাল
ডাঃ আবদুস সালাম চৌধুরীর পিতা ছিলেন আমিরুদ্দিন চৌধুরী। ডা: আবদুস সালাম চৌধুরী ১৯৪৬ সালে ভাঙ্গা হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। রাজেন্দ্র কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। জেলা হেলথ অফিসার হিসাবে চাকরী শুরু করেন। এরপর চীফ মেডিকেল অফিসার তারপর সুপার, ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং এরপর সিভিল সার্জন হিসাবে পদোন্নতি প্রাপ্ত হয়ে ফরিদপুর ও বরিশাল জেলায় দায়িত্ব পালন করেন। এরপর ফরিদপুর মেডিকেল এ্যাসিটেন্ট স্কুলে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে সরকারী চাকরী থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও ফরিদপুরের ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের সহ-সভাপতি, অন্ধকল্যান সমিতির সহ-সভাপতি এবং ডায়বেটিক এসোসিয়েশন ফরিদপুরের সভাপতি ছিলেন।
Last updated at 1 second ago
www.priofaridpur.com
Saturday, 21st December 2024