প্রিয় ফরিদপুর.কম

ফরিদপুর জেলার স্মরণীয় ব্যক্তিবর্গ >> অ্যাডভোকেট ছরওয়ার জান মিয়া

...

অ্যাডভোকেট ছরওয়ার জান মিয়া

  • জন্ম সালঃ ১৯২৬ সালে ১ লা এপ্রিল
  • জন্ম স্থানঃ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সদরদী গ্রামে
  • মৃত্যু সালঃ ২০১৪ সালের ৩০ জানুয়ারী

অ্যাডভোকেট ছরওয়ারজান মিয়া ভাংগা হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন।

এরপর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে আই.এ, কোলকাতা ইসলামিয়া কলেজ থেকে বি এ, কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি পাশ করার পর ১৯৫১ সালে ফরিদপুর বারে আইন পেশায় যোগদান করেন। কোলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুমমেট ও ক্লাসমেট ছিলেন।

১৯৫৬ সালে ফরিদপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ফরিদপুর জেলা বোডের সদস্যপদ লাভ করেন। ১৯৬২ সালে পাকিস্থান জাতীয় পরিষদের সদস্য এবং ১৯৬৪ সালে পূর্ব পাকিস্থান আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ফরিদপুর জেলা বারে ১০ থেকে ১২ বার সভাপতি নির্বাচিত হন।

বৃহত্তর ফরিদপুর জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং পাকিস্থান মুসলিম লীগের সদস্য ছিলেন। এছাড়া রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, ফরিদপুর আইন কলেজের অধ্যক্ষ এবং ফরিদপুর মুসলিম মিশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। 

Last updated at 1 year ago



www.priofaridpur.com


Friday, 23rd January 2026

© www.priofaridpur.com

Our Facebook Group

Email:-priofaridpur@gmail.com

This Application Developed by Visual Art