ফরিদপুর জেলার স্মরণীয় ব্যক্তিবর্গ >> আলহাজ্ব ফিরোজার রহমান
আলহাজ্ব ফিরোজার রহমান
- জন্ম সালঃ ১৯২৫ সালে
- জন্ম স্থানঃ ফরিদপুর শহরে
- মৃত্যু সালঃ ১৯৯৭ সালের ২৩ সেপ্টেম্বর
ফিরোজার রহমানের পিতা ছিলেন মৌলভী মহিউদ্দিন মিয়া। ১৯৪১ সালে কলাবাড়িয়া এইচ ই স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৪৭ সালে রাজেন্দ্র কলেজ থেকে বি.এ পাশ করেন। ১৯৪৯ সালে পূর্ব পাকিস্থান পুলিশ বিভাগে সাব-ইন্সপেক্টার পদে যোগদান করেন। পরে পুলিশের চাকরী ছেড়ে ১৯৫২ সালে ভাঙ্গা পাইলট স্কুলে শিক্ষকতা শুরু করেন। ১৯৬৬ সাল পর্যন্ত এই স্কুলে শিক্ষকতা করেন। এজন্যই তিনি মাষ্টার সাহেব নামে পরিচিত ছিলেন।
১৯৬৫ সালে ঝিলটুলীর বাড়িটি কিনেছিলেন পুলিশ অফিসের হেডক্লার্ক শাহজাহান আলী বিশ্বাসের কাছে থেকে। চার বছর বয়সী কন্যার মৃত্যু হলে তার নামানুসারে বাড়ির নাম রেখেছিলেন ' নাহার মঞ্জিল '। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে ফরিদপুরে সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন। ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলে আসা-যাওয়ার সময়ে কেন্দ্রীয় নেতাদের খাওয়া বিশ্রামের ঠিকানা ছিল মাষ্টার সাহেবের নাহার মঞ্জিল ।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্থান সেনাবাহিনীর হাতে বন্দী হয়ে অনেক নির্যাতনের স্বীকার হয়েছিলেন । মুক্তিযুদ্বের আগে-পরে লুটপাট করে নেয়া মালামাল মহল্লায় মহল্লায় ঘুরে সংগ্রহ এবং তাদের বুঝিয়ে দিয়ে সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন । স্বাধীনতার পরপর কিছু দিন গরু জবাই বন্ধ ছিল । তিনিই প্রথম ফরিদপুরে গরু গোশত বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। '৭১- এ দেশে অবস্থানকারী সকল মুসলিম লীগ নেতাদের নিরাপত্তা দেবার চেষ্টা করেন স্বাধীনতার পরে। যুদ্ধে জয়ের পরে ফরিদপুর শহরে দলমত নিবিশেষে সকলকে একত্রিত করে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন।
এরপরে তিনি স্বাধীনভাবে ব্যবসা শুরু করেন। তিনি ফরিদপুর মুসলিম মিশন, চেম্বার অব কর্মাস, ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, ফরিদপুর ডায়বেটিক সমিতি, পরিবার পরিকল্পনা সমিতি, লায়ন্স ক্লাব, ফরিদপুর টাউন থিয়েটার ইত্যাদি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন পদে অধিষ্ঠিত ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলার রাজনীতির সাথে জড়িত ছিলেন।
তিনি ছিলেন স্পষ্টভাষী সমাজসেবক, ফরিদপুর শহরে ফিরোজ মাষ্টার নামে পরিচিত ছিলেন। তিনি ফরিদপুরের কমলাপুর এলাকায় মানসিক বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল গড়ে তুলেছিলেন অনেকের সহযোগিতায় । স্কুলটি এখনও মানসিক বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষা প্রদানে বিশেষ ভূমিকা রেখে চলেছে। ফরিদপুর মহাবিদ্যালয় ও সিটি কলেজ প্রতিষ্ঠায় আর্থিক সহযোগিতা ছাড়াও তার ইট ভাটার ইট পৌঁছে দিতেন সকলের আগে । ১৯৬৮ সালে ইয়াসিন কলেজ প্রতিষ্ঠায়ও তিনি ভূমিকা রাখেন ।
ফরিদপুর শহরে তার নামে একটি সড়কের নাম করন করা হয়েছে আলহাজ্ব ফিরোজার রহমান সড়ক।
[ তথ্য সূত্রঃ সাংবাদিক মিলন ইমাম, ফরিদপুর ]
Last updated at 3 months ago
www.priofaridpur.com
Wednesday, 22nd January 2025